📌 চন্দ্রনা রিসেলিং পলিসি 📌
আমাদের রিসেলিং প্রোগ্রামে আপনাকে স্বাগতম! 🎉 আমরা চাই, আপনার সঙ্গে একটি স্বচ্ছ ও সফল পার্টনারশিপ গড়ে তুলতে। তাই, কিছু নিয়ম ও শর্ত অনুসরণ করলে আমাদের দু’পক্ষের জন্যই সুবিধাজনক হবে।
📌 আমাদের রিসেলিং পলিসি:
1️⃣ রেজিস্ট্রেশন ও অনুমোদন:
রিসেলার হিসেবে কাজ করতে চাইলে আমাদের অনুমোদন নিতে হবে। সবার জন্য একটা করে ইউনিক কোড সেট করে দেওয়া হবে যার ফলে মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভবনা হ্রাস পাবে।
2️⃣ পণ্য তালিকা ও মূল্য:
আমরা নির্দিষ্ট কিছু পণ্য রিসেল করার অনুমতি দিব। যে প্রোডাক্ট গুলো রিসেলিং করতে পারবেন তা আমাদের ওয়েবসাইটের রিসেলিং পয়েন্টে প্রয়োজনীয় সকল রিসোর্স সহ আপলোড করা থাকবে।
প্রতিটি পণ্যের জন্য আমাদের নির্ধারিত মিনিমাম সেলিং প্রাইস (MSP) মেনে চলতে হবে।
3️⃣ অর্ডার প্রসেসিং:
আপনি আপনার কাস্টমার থেকে অর্ডার নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনার কাস্টমারের ডিটেইলস দিয়ে অর্ডার সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।
অর্ডার কনফার্ম করার পর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে প্রোডাক্ট কুরিয়ার করা হবে।
4️⃣ পেমেন্ট ও কমিশন:
প্রতিটি বিক্রয়ের উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে।
➡️ কমিশন প্রতি সপ্তাহের রবিবার প্রদান করা হবে।
➡️ বিক্রিত পণ্যের পেমেন্ট আমাদের বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে।
5️⃣ রিটার্ন ও রিফান্ড:
ড্যামেজ বা ভুল প্রোডাক্ট প্রাপ্ত হলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
🚫 কাস্টমার কনফার্ম করার পর অর্ডার বাতিল করা যাবে না।
6️⃣ মার্কেটিং ও ব্র্যান্ড ইমেজ:
আমাদের ওয়েবসাইটে দেওয়া সকল রিসোর্স ওয়াটার মার্ক সহ কিংবা ছাড়া আপনার মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারবেন।
আপনার এক্সট্রা কোনো ছবি কিংবা ভিডিও দরকার হলে আমাদের জানালে আমরা ম্যানেজ করে দিবো। সেক্ষেত্রে এক্সট্রা সময় দিতে হবে।
📩 যোগাযোগ:
কোনো প্রশ্ন বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। Facebook Group Link: https://www.facebook.com/groups/734657688847394